আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় সংঘর্ষে একজন নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আইনুল ইসলাম (৬৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্ততপক্ষে ৭ জন। রবিবার রাত ৯টার দিকে উপজেলার চরচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়। অনেকে প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায় জানান, রাতে চরচাপড়া গ্রামের বিএনপি সমর্থক আবদুর রহিম এবং আওয়ামী লীগ সমর্থক আইনুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত। আবদুর রহিম গ্রুপের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আইনুল গ্রুপের লোকজনের ওপর চড়াও হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আইনুল ইসলাম নিহত হন।

কেন্দুয়ায় আহত ৩০ : নেত্রকোনা প্রতিনিধি জানান, জমি সংক্রান্ত্র বিরোধের জের ধরে গতকাল দুগ্র'পের সংঘর্ষে চার পুলিশ কনস্টেবলসহ ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পুলিশ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জালালপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার জালালপুর গ্রামে ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে মান্নান ও আসলামের মধ্যে বিরোধ চলছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.