শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে জিতেছে। এখন তারা কী বলবে। বিভিন্ন সময় তারা বলেছে আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। এ নির্বাচনে প্রমাণ হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে গতকাল তিনি এ কথা বলেন। আমির হোসেন আমু বলেন, রাজনৈতিকভাবে পরাজয়বরণ করে বিএনপি উপজেলা নির্বাচনে এসেছে। এ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসেছে। জাতীয় নির্বাচনে বিএনপির না আসার প্রধান উদ্দেশ্য ছিল সাংবিধানিক শূন্যতা সৃষ্টি, অরাজকতা ও যুদ্ধাপরাধীদের রক্ষা করা। শেখ হাসিনার দৃঢ়তায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, বিএনপি-জামায়াত ঘাপটি মেরে আছে; তারা আবার পেট্রলবোমা ছুড়ে গাড়িতে আগুন দিয়ে সহিংসতা করতে পারে। ওদের রাজনৈতিকভাবে পরাস্ত করতে হবে। আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী ঢাকা শহর নিয়ে যে পরিকল্পনা করেছেন, তা বাস্তবায়ন করলে এটা আন্তর্জাতিক সিটি হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, বিএনপি-জামায়াতের বক্তব্যের সঙ্গে জাওয়াহিরির বক্তব্যের মিল রয়েছে। শুধু দেশে নয়, দেশের বাইরে শক্তি সঞ্চয় করেও তারা আবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা বলেছিল যে নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। তাহলে উপজেলা নির্বাচনে তাদের বিজয়কে কীভাবে ব্যাখ্যা করবে। মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।