আমাদের কথা খুঁজে নিন

   

দশম সংসদের যাত্রা

গতকাল থেকে শুরু হয়েছে দশম সংসদের পথচলা। বিএনপি নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের নির্বাচন বর্জন এবং বর্জনকারীদের সন্ত্রাস আর নাশকতার মুখে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার সুযোগও ছিল কম। তার পরও দশম সংসদ নির্বাচনকে দেখা হচ্ছে সাংবিধানিক শাসন অব্যাহত রাখার নির্বাচন হিসেবে। সরকারের পক্ষ থেকেও নির্বাচনের সীমাবদ্ধতা স্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে, তারা নবম সংসদের বিরোধী দল বিএনপির সঙ্গে পরবর্তী নির্বাচন সম্পর্কে সংলাপে যেতে রাজি। সংলাপে দুই পক্ষের সমঝোতা হলে একাদশ সংসদ নির্বাচন এগিয়ে আনারও আভাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এ সংলাপ শুরুর ব্যাপারে দশম সংসদ কতটুকু ভূমিকা রাখে তা এখন দেখার বিষয়। নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দেশের ইতিহাসে সর্বাধিক ভোটারের উপস্থিতিতে। দশম সংসদ নির্বাচন অর্ধেকের বেশি আসনে একাধিক প্রার্থী না থাকায় কোনো ভোটযুদ্ধই হয়নি। বাদবাকি আসনগুলোয় ৪০ শতাংশের বেশি ভোটার উপস্থিতি দেখানো হলেও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সব মহলেই সংশয় রয়েছে। তার পরও মন্দের ভালো হিসেবে দেখা হচ্ছে দশম সংসদ নির্বাচনকে। নির্বাচনের আগে দেশজুড়ে যে সহিংসতা ও নাশকতা চলছিল সে অবস্থায় যেনতেনভাবে হলেও নির্বাচন সম্পন্ন করা ছিল সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ। নবম সংসদ রেকর্ডসংখ্যক ভোটারের মতামতের ভিত্তিতে গঠিত হলেও বিরোধী দলের সংসদ বর্জনের কারণে বেশির ভাগ সময়ই খুঁড়িয়ে চলতে হয়েছে। দশম সংসদে অন্তত সে সমস্যার উদ্ভব হবে না তা অনেকটাই নিশ্চিত। আমরা আশা করব, দশম সংসদের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মিলেমিশে কাজ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আগামীতে আমাদের রাজনীতিতে অনুকরণীয় ঐতিহ্য হিসেবে বিবেচিত হবে। দশম সংসদ তাদের সীমাবদ্ধতার কথা মনে রেখে কাজের মাধ্যমে ইতিবাচক

ধারা প্রবর্তনে সমর্থ হলে তা হবে এক বিরাট অর্জন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.