আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্রিপশন

গলার সামনের দিকে থাইরয়েড তরুণাস্থির দুই পাশে থাইরয়েড গ্রন্থি (Thyroid gland) অবস্থিত। এই গ্রন্থিদ্বয় থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। তাকে থাইরয়েড হরমোন বলে। মূলত এই হরমোন হচ্ছে থাইরঙ্নি ও ট্রাই আয়োডো থাইরোনিন আয়োডিন যুক্ত যৌগ। যদি কোনো কারণে থাইরয়েড হরমোনের নিঃসরণ বাড়ে বা কমে যে সমস্যার সৃষ্টি করে, সে সমস্যাগুলোই থাইরয়েড সমস্যা। যেমন- থাইরয়েড গ্রন্থিতে হরমোন কমে গেলে তাকে হাইপো থাইরোডিজম (Hypothyrodism) বলে। হাইপো-থাইরোডিজমের লক্ষণ : শরীরিক ক্লান্তিবোধ, ঝিমুনি, ওজন বৃদ্ধি, ঠাণ্ডা অসহ্য, গলার স্বর মোটা হয়ে যাওয়া এবং গলগণ্ড হওয়া, হার্টবিট কমে যাওয়া (Bradzcardia), বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ (Hypertision), হার্টফেল, শরীর ব্যথা, কামড়ানি, মাংসপেশির কাঠিন্য, রক্তশূন্যতা, শরীরের ত্বকের শুষ্কতা, হাত-পা ও চোখের পাতায় চর্বি জাতীয় পদার্থ জমে ফুলে ওঠা, অতিমাত্রায় ঋতুস্রাব, বন্ধ্যত্ব, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।

ডা. সৈয়দ জাহেদুল আলম

রেপারেটরি এঙ্পার্ট

ফোন : ০১৭২০৯০৮১৫৭

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।