আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্রিপশন

নাকের পলিপাস হলো মানবদেহের রক্তের ইসনোফিল ও সিরাম আইজিই'র পরিমাণ বেড়ে গেলে ঠাণ্ডা, সর্দি, হাঁচি লেগে থাকে এবং নাকের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে শৈ্লষ্মিক ঝিলি্লগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয় এবং ঝিলি্ল থেকে আস্তে আস্তে এক ধরনের মাংসপিণ্ড বাড়তে থাকে। এটি দেখতে আঙ্গুরের মতো। এটিকে Nasal Polip বা নাকের পলিপাস বলে। এটি এক বা দুই নাকেও হতে পারে।

লক্ষণ বারবার হাঁচি, সর্দি থাকা, মাথাব্যথা ও স্মৃতিশক্তি লোপ পাওয়া, জ্বর জ্বর অনুভব, অরুচি, নাকে ব্যথা, নাক ডাকা, শ্বাসকষ্ট, শরীর শুকিয়ে যাওয়া, কখনো নাকের মাংসপিণ্ড বাইরে বের হয়ে যাওয়া ইত্যাদি।

চিকিৎসা : উপরোক্ত লক্ষণের কোনো রোগী ডাক্তারের শরণাপন্ন হলে প্রথমে কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা

যেমন- Blood-এর IGE, Esonophil, ESR এবং X-ray-PNS, Nasopharonix করার পরে নিশ্চিত হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা অনুযায়ী লক্ষণ সংগ্রহ সংগ্রহ করতে হবে। তাহলে সঠিক ওষুধ প্রয়োগে অস্ত্রোপচার ছাড়াই আরোগ্য করা সম্ভব।

ডা. সৈয়দ জাহেদুল আলম

রেপারেটরি এক্সার্ট

ফোন : ০১৭২০৯০৮১৫৭

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।