অনেক সময় জরায়ু গাত্রে বা জরায়ু গহ্বরে নানা প্রকার টিউমার সৃষ্টি হতে পারে। এর আকার মটরকলাই হতে আধ মণ পর্যন্ত এবং সংখ্যায় এক থেকে ৫০টি পর্যন্ত হতে পারে। কোনো কোনো টিউমার থেকে পুঁজ-রক্ত বের হতে পারে। আবার কোনোটি থেকে এই জাতীয় স্রাব নাও হতে পারে। এই জাতীয় অর্বুদকে Fibroma or Myoma বলে।
কারণ : সঠিক কারণ জানা যায় নেই। তবে নিচের কারণগুলো অনেক ক্ষেত্রেই এটি সৃষ্টির জন্য দায়ী। যেমন : যে কোনো বয়সেই হতে পারে। তবে ৩০-৪৫ বছরের মধ্যে বেশি হয়।
বন্ধ্যা, এক সন্তানবিশিষ্টদের বেশি হয়।
জরায়ু পেশির উপর অনবরত চাপ পড়া, জোর পড়া।
বংশগত কারণ। হাইপার অসট্রিনিজম। সাধারণত ফ্রাইব্রাস টিস্যু এবং অনেকটা মাসকিউলার টিস্যুর মিলনে এটি সৃষ্টি হয়ে থাকে। তবে পেশির টিস্যুই প্রধান।
লক্ষণ : বহুদিন স্থায়ী ঋতু, পেট কেটে ফেলার মতো বেদনা, দুর্গন্ধযুক্ত স্রাব, কটা বর্ণের প্রদর স্রাব। দুর্বলতা, উৎকণ্ঠা, শীর্ণতা, তৎসহ যথেষ্ট ক্ষুধা ও পিপাসা। জরায়ুতে জ্বারাকর বেদনা, পেট ফাঁপা, মূত্র রোধ। প্রচুর পরিমাণে বহুদিন স্থায়ী ঋতুস্রাব। ফুসকুফির মতো টিউমার, সঙ্গমকালে বেদনা।
অত্যধিক শিরা স্ফীতি। ঋতুর আগে ও পরে প্রচুর কালো দুর্গন্ধযুক্ত স্রাব।
ডা. এম. এস সিকদার, মেডিসিন বিশেষজ্ঞ
ব্যবস্থাপনা পরিচালক, হোমিওরিসার্চ কমপ্লেক্স, ঢাকা। ফোন: ০১৭১১০০৭৮৮৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।