আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্রিপশন

এপিলেপ্সি বা মৃগী রোগ একটি স্নায়ুমণ্ডলের রোগ। মাঝে মাঝে হঠাৎ চেতনা শক্তি লোপ পেয়ে রোগী পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে হাত-পাসহ শরীরের মাংসপেশী সজোরে সংকোচন হয়ে আক্ষেপ বা খিঁচুনি ভাব দেখা দেয়। এই জাতীয় পীড়াকে এপিলেপ্সি বা মৃগী রোগ বলে। বিভিন্ন কারণে মৃগী রোগ দেখা দিতে পারে, যেমন- অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রম, অতিরিক্ত ইন্দ্রীয় সেবা, নেশাদ্রব্য গ্রহণ এবং চর্মপীড়ায় এ রোগ দেখা দিতে পারে। চিন্তায়, শোক, দুঃখ, ক্রোধ, কফ ও পিত্ত হৃদযন্ত্রে ধমনীসমূহে বাধার সৃষ্টি ও স্মৃতিশক্তি নষ্ট হয়েও এ রোগ দেখা দিতে পারে। মস্তিষ্কের রক্তহীনতা, মস্তিষ্কেও ভেতরে অাঁচিল, টিউমার, রক্তস্রাব, থ্রম্বসিস প্রভৃতির চাপ ও মাসিক ঋতুস্রাবে অনিয়ম, মানসিক ভয় প্রভৃতি ছাড়াও বংশগত কারণে হতে পারে। মাথাব্যাথা,

চোখের সামনে বিদ্যুতের ন্যায় আলোর ঝলকানি, হৃদস্পন্দন বৃদ্ধি ও মাথাঘোরা, অস্থিরতা, মাথায় ভারবোধ প্রভৃতি সৃষ্টি হয়ে হঠাৎ এ রোগ দেখা দেয়। এসব লক্ষণসমূহ রোগীর মধ্যে প্রকাশ পেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডা. সৈয়দ জাহেদুল আলম

রেপারেটরি এক্সপার্ট

ফোন : ০১৭২০৯০৮১৫৭

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।