২৬ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে 'শত কোটি টাকার বাড়ি চার কোটিতে বিক্রি' শিরোনামে খবরের প্রতিবাদ জানিয়েছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান এমপি। প্রতিমন্ত্রীর পক্ষে তার সাবেক সহকারী একান্ত সচিব মো. আসাদুজ্জামান খান দিপু স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, ২০০১ সালের ১৯ এপ্রিল রাজউক ও মন্ত্রণালয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মেট্রো সার্ভিসেস লিমিটেডকে বাড়িটির বরাদ্দ দেয় এবং ২০০১ সালের ৫ জুলাই রাজউক বাড়িটির দখল বুঝিয়ে দেয়। পরবর্তীতে বাড়িটির মালিকানা নিয়ে মামলা থাকায় রাজউক লিজ দলিল সম্পাদন করে দিতে পারেনি। মামলাগুলো নিষ্পত্তি হওয়ার পর আদালতের নির্দেশে মন্ত্রণালয় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বশেষ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মন্ত্রণালয় বাড়িটির লিজ দলিল সম্পাদনের অনুমোদন প্রদান করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।