বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিটকয়েন কোনো দেশ বা কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুমোদিত নয়। তাই এর ব্যাংক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে-- এমনটাই বলা হয়েছে চীনা বিজ্ঞপ্তিতে। এছাড়াও অর্থ পাচারে বিকয়েনের ব্যবহার রোধে শক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে এতে।
বিটকয়েনের ব্যাংক লেনদেন নিষিদ্ধ করলেও, ব্যক্তিগত পর্যায়ে বিটকয়েনের লেনদেনে কোনো বাঁধা নেই চীনের নাগরিকদের। তবে সে ক্ষেত্রেও এর ঝুঁকিগুলো মাথায় রাখতে বলেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক 'পিপলস ব্যাংক অফ চায়না' (পিবিওসি)। বিটকয়েন বিনিময়ের জন্য নীতিমালা তৈরির প্রস্তাবও করা হয়েছে ব্যাংকটির পক্ষ থেকে।
অন্যদিকে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের নাগরিকদের একটা অংশ বিটকয়েন লেনদেনের সঙ্গে জড়িত। চীনা মুদ্রা ইউয়ানের উপর দেশটির কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ব্যবস্থা এড়িয়ে লেনদেনের জন্যই তাদের মধ্যে বিটকয়েনের এই জনপ্রিয়তা, এমনটাই জানিয়েছে রয়টার্স।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।