আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাই বন্দরে ইরানি নৌবহর

ইরানের ২৮তম নৌবহর ভারতের মুম্বাই বন্দরে নোঙর ফেলেছে। ইরানি নৌবহরে 'আলবোরজ' ডেস্ট্রয়ার, 'বন্দর আব্বাস' রণতরী, 'ইউনুস' সুপার-হেভি সাবমেরিন ও একটি হেলিকপ্টার রয়েছে।

দেশটির নৌবাহিনীর উপ-কমান্ডার অ্যাডমিরাল সিয়াভাশ যারে বলেছেন, তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানি নৌবহর ভারতীয় বন্দরে নোঙর ফেলেছে। এই প্রথম 'ইউনুস' সুপার-হেভি সাবমেরিনটি ভারত মহাসাগরের পূর্ব দিকে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক পানিসীমায় ইরানি সাবমেরিনের উপস্থিতির মধ্যদিয়ে দেশটির শক্তি-সামর্থ্য আরেকবার সবার কাছে পরিষ্কার হয়েছে বলে জানান তিনি। অ্যাডমিরাল সিয়াভাশ বলেন, ইরানের নৌবাহিনী বর্তমানে বাস্তবিক অর্থেই কৌশগত বাহিনীতে পরিণত হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, ভারত ও ইরানের মধ্যে নৌ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ নৌবহরের ভারত সফরের ব্যবস্থা করা হয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেন, এ পর্যন্ত আন্তর্জাতিক পানিসীমায় তার বাহিনী ছয়টি নিরাপত্তা মিশন সম্পন্ন করেছে। গত মাসেও জলদস্যুদের সঙ্গে ইরানের নৌবাহিনীর একটি সংঘর্ষ হয়েছে বলেও জানান সাইয়্যারি। ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.