ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ গতকাল এ ঘোষণা দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আভাকভ জানান, ইয়ানুকোভিচ ও অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে 'শান্তিপ্রিয় জনগণের ওপর গণহত্যা' চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আভাকভ বলেন, ইয়ানুকোভিচকে রবিবার ক্রিমিন উপত্যকার বালাক্লাভায় দেখা গেছে। সেখান থেকে তিনি গাড়িতে করে সহযোগীদের নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। এর আগে দেশটির পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে আইনপ্রণেতারা ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করেন। গত বছরের নভেম্বরের শেষ দিকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে বড় অঙ্কের ঋণ নেন ইয়ানুকোভিচ। এর পর থেকেই তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে; যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। মঙ্গলবার থেকে দেশটিতে বিক্ষোভ সহিংসতায় পুলিশ ও বিক্ষোভকারীসহ অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হতাহতের এ ঘটনার পর শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যস্থতায় সরকার ও বিরোধীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে চুক্তি হয়। এদিকে ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ওলেঙ্ান্দর তুর্চিনভ বলেন, ইউক্রেন আবারও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার পথে ফিরে যেতে চায়। টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে তাদের ইইউর বিষয়ে ইউক্রেনের পছন্দকে মেনে নিতে হবে। উল্লেখ্য, গণবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পতনের পর সংসদের সাবেক স্পিকার ওলেঙ্ান্দর তুর্চিনভকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তুর্চিনভ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত। বিবিসি, এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।