আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গি হামলা ও মানুষ পোড়ানোর বিরুদ্ধে রুখে &#

বাংলাদেশ শান্তি পরিষদের আলোচনা সভায় বক্তারা অবরোধের নামে জঙ্গি হামলা ও মানুষ পোড়ানোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। তারা বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের রক্ষায় নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শান্তি পরিষদের আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। সভায় বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি ও বিশ্বশান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, সব অপতৎপরতা এবং চক্রান্তের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং দেশবাসীকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শান্তি পরিষদ জাতীয় ও আন্তর্জাতিকভাবে শান্তির পক্ষে প্রতিরোধ গড়ে তোলে। ওয়ার্কার্স পার্টির সভাপতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তির পুনর্মিলন ঘটেছে। তারা সারা দেশে মানুষ পুড়িয়ে মারছে, জঙ্গি হামলা চালাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নয়, মূলত তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরে নৈরাজ্য শুরু করেছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় আন্দোলন করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধ এখনো চলছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় বেগম খালেদা জিয়া সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মানুষ হত্যা করছে। তিনি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চান। বেগম খালেদা জিয়া নির্বাচনে না আসলেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় একাত্তরের পরাজিত শক্তি ট্রেনলাইন উপড়ে ফেলছে। মানুষ হত্যা করছে। এটি আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। একইভাবে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। এরা যখন রাজনীতিতে ব্যর্থ হয়, তখন চোরাগোপ্তা হামলা চালায়। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মলি্লক প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.