প্রস্তুতি ম্যাচে হেরেছিল বড় ব্যবধানে। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথমটিতে 'ইউটার্ন' বাংলাদেশ অনূধর্্ব-১৯ ক্রিকেট দলের। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূধর্্ব-১৯ দলকে হারায় ১০৪ রানে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সাত ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি খেলতে নামছে দুই দল। তৃতীয় ওয়ানডে এম এ আজিজ স্টেডিয়ামে ১১ ডিসেম্বর।
মাস খানেক আগে ওময়স্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ যুব দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ যুব দল। এবার সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শিবনারায়ান চন্দরপালের ছেলে রামলাল লুইসের নেতৃত্বে ঢাকায় পা রেখেছে ক্যারিবীয় যুবারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।