আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য সাধারণ জ্ঞান প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- মো. রাসেল মলি্লক

১৮.১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক কোনটি?

ক. বাঙালির যুদ্ধখ. বিদ্রোহে বাঙালি

গ. জয় বাংলা ঘ.বাঙালির ইতিহাস

১৯.খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে?

ক. সিলেট খ. বান্দরবান গ. দিনাজপুর ঘ. শেরপুর

২০.আনন্দবিহার কোথায় অবস্থিত?

ক. পাহাড়পুরেখ. ময়নামতিতে

গ. মহাস্থানগড়ে ঘ. সোনারগাঁওয়ে

২১. 'ভোজ বিহার' অবস্থিত_

ক. কুমিল্লায়খ. সোনারগাঁওয়ে

গ. বগুড়ায় ঘ. দিনাজপুরে

২২. ভারতের ছিটমহল নেই_

ক. লালমনিরহাটেখ. রংপুরে

গ. কুড়িগ্রামে ঘ. নীলফামারীতে

২৩. বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

ক. বরিশাল হিতৈষী খ. সমাচার দর্পণ

গ. রংপুর বার্তাবহ ঘ. ঢাকা প্রকাশ

২৪.বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?

ক. স্যার জগদীশ চন্দ্র বসু

খ. আব্দুল্লাহ আল-মুতী শরফুদ্দীন

গ. ড. কুদরত-ই-খুদা

ঘ. ড. জামিলুর রেজা চৌধুরী

২৫. বাংলাদেশে কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?

ক. কঙ্বাজার সমুদ্র সৈকত খ. ভোলা

গ. সিলেট পাহাড়ি অঞ্চল ঘ. মহেশখালী

২৬. কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?

ক. জেলা পরিষদ খ. উপজেলা পরিষদ

গ. ইউনিয়ন পরিষদ ঘ. গ্রাম পরিষদ

২৭. বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপন করা হয় কোন রুটে?

ক. দর্শনা-কুষ্টিয়া খ. ঢাকা-সিলেট

গ. দর্শনা-গোয়ালন্দ ঘ. কুষ্টিয়া-গোয়ালন্দ

২৮.বাংলাদেশ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?

ক. স্পিকারখ. আইনমন্ত্রী

গ. প্রেসিডেন্ট ঘ. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

২৯. বাংলাদেশে কোন ভূমিরূপটি পাওয়া যায় না?

ক. মালভূমি খ. প্লাবন সমভূমি গ. পাহাড় ঘ. ব-দ্বীপ

৩০.বাংলাদেশের সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?

ক. আসাম খ. মেঘালয় গ. নাগাল্যান্ড ঘ. মণিপুর

৩১.বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাসক্ষেত্রের নাম কি?

ক. জাফোর্ড পয়েন্ট খ. হাতিয়া প্রণালী

গ. সাঙ্গু ভ্যালি ঘ. হিরন পয়েন্ট

৩২. বাংলাদেশের সংবাদ সংস্থা_

ক. এপি খ. ইউএনবি গ. রয়টার্স ঘ. এএফপি

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.