বিধানসভা নির্বাচনে দলের অভূতপূর্ব সাফল্যের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও রাজস্থানের সম্ভাব্য হবু মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে শুভেচ্ছা জানালেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। দুই রাজ্যের ভোট চিত্র স্পষ্ট হয়ে যাওয়ার পরেই দু’জনকে শুভেচ্ছা জানিয়ে প্রথম টুইট করেন গুজরাটের মুখ্যমন্ত্রী।
এদিকে রাজ্যের ভোট চিত্র স্পষ্ট হতে শুরু হওয়ার পর থেকেই বিজেপি সমর্থকরা ভোপালে মুখ্যমন্ত্রী সিবরাজ সিং চৌহানের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎসাহী জনতার ভিঁড়। যদিও এই খুশির মুহূর্তে নিজেকে এখনও গৃহবন্দী করে রেখেছেন চৌহান।
চতুর্থ বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব নেওয়াটা এখন কার্যত সময়ের অপেক্ষা। ফলে তাঁকে একবার দেখার জন্য অপেক্ষা করে আছেন দলের সমর্থকরা।
বিজেপি কর্মীদের উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে আরেক রাজ্য রাজস্থানেও। মরু ঝড়ে রাজস্থানেও ভেঙ্গে পড়েছে কংগ্রেস। ফলে পাঁচ বছরের ব্যবধানে রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া পার্টি।
দলের ঐতিহাসিক জয় উদযাপনে ইতিমধ্যেই হাজার হাজার বিজেপি সমর্থক রাস্তায় নেমে পড়েছেন। একই ছবি জয়পুরে দলের সদর দফতরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের নেতারা দফতরে আসতে শুরু করেছেন। শুরু হয়েছে মিষ্টি বিলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।