এক্ষেত্রে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব পুরুষ হলে সমাজ তাদের বক্তব্য-পাল্টা বক্তব্যকে এভাবে দেখত না বলেও তিনি মনে করেন।
সোমবার বেগম রোকেয়া পদক বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আজ বেগম রোকেয়ার জন্মদিন। আজকের এই দিনেও যদি হরতাল প্রত্যাহার করতেন, তা হলে দুই নারী হিসাবে গালি শুনতে হতো না।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাকে জড়িয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “আমরা নারী বলেই পুরুষ সমাজ দুই নারীর ঝগড়া দেখে। দুই পুরুষ হলে ‘দুই পুরুষের ঝগড়া’ বলত না।”
রোকেয়ার চেতনায় জাগ্রত হয়ে নারী উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নের কথা বলে কেবল ‘চিৎকার আর স্লোগান’ দিলে হবে না, এ জন্য কাজ করতে হবে।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানুর হাতে চলতি বছরের বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
নারী শিক্ষার বিস্তার ও নারী অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।