আমাদের কথা খুঁজে নিন

   

দুদকের কাজের গতি কমে গেছে : চেয়ারম্যান

দুদক আইন সংশোধনের ফলে প্রতিষ্ঠানটির কাজে গতি কমে আসছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি আরও বলেন, আমরা কাজের গতি অব্যাহত রাখার চেষ্টা করছি। তিনি গতকাল দশম আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, দুদক সংশোধনীর কিছু ভালো দিকও রয়েছে। সেগুলো দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এ ছাড়া ভবিষ্যতে আবারও সংসদে দুদক আইন সংশোধনের প্রস্তাব আনার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া জাতীয় সংসদে পাস হওয়া সংশোধনী যাতে বাতিল হয়, সে চেষ্টা করে যাচ্ছি।

জনগণকে এ কাজে সম্পৃক্ত করতে চাই।

কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, দুর্নীতির সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। গত বছর দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। এবার ১৬তম। এ অগ্রগতিকে টিআইবি বলেছে তাৎপর্যহীন। আমরা বলব অবশ্যই তাৎপর্যপূর্ণ। এ ছাড়া সংশোধনী আইনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের হাত-পা বেঁধে দেওয়া না হলেও কমিশনের কাজের গতি রোধ করা হয়েছে।

দুদক সচিব মো. ফায়জুর রহমান বলেন, কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা পরিশ্রম করে দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।

এর আগে দুদকের প্রধান কার্যালয় থেকে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে রাজধানীর মৎস্য ভবন ও প্রেসক্লাব ঘুরে দুদক সদর দফতরে এসে শেষ হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.