মহান আল্লাহতায়ালা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে। আর তা হলো মানব জাতি তার প্রভুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে এবং আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলো মেনে চলবে। আল্লাহতায়ালা যেসব বিধিবিধান মানব জাতির জন্য নির্ধারণ করেছেন তার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করা অন্যতম। এ সম্পর্কে মহান আল্লাহতায়ালা ইরশাদ করেন, 'তোমরা হলে উত্তম জাতি, তোমাদের মানব জাতির কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে।' (সূরা : আল-ইমরান : ৭৭)
পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, তোমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের প্রতি আহ্বান জানাবে, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই সফলকামী। আর তোমরা তাদের মতো হইও না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শনসমূহ আসার পর বিরোধিতা করতে শুরু করেছে। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আজাব। (সূরা আল ইমরান : ১০৪-১০৫)। এ ব্যাপারে হাদিস শরিফে বর্ণনা করা হয়েছে, হজরত হুজায়ফা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, আমি আল্লাহর শপথ করে বলছি যার নিয়ন্ত্রণে আমার জীবন। অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। নতুবা তোমাদের ওপর শীঘ্রই আল্লাহর আজাব নাজিল হবে। অতঃপর, তোমরা (তা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য) দোয়া করতে থাকবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। (তিরমিজি-২১৬৯) অন্য এক হাদিসে বর্ণনা করা হয়, হজরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.)-কে এ কথা বলতে শুনেছি, যে জাতির মধ্যে কোনো এক ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয়, আর ওই জাতির লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তা থেকে বিরত রাখে না, আল্লাহ সে জাতির ওপর মৃত্যুর আগেই এক ভয়াবহ আজাব চাপিয়ে দেবেন। (আবু দাউদ) অন্য এক হাদিসে এরকম বর্ণনা করা হয়েছে, রাসূল (সা.) বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ হতে দেখ, তাহলে তাকে হাত দ্বারা প্রতিহত কর, যদি তাতে অপারগ হও; তাহলে মুখে বল, যদি তাতেও অপারগ হও; তাহলে মনে মনে ঘৃণা কর, তবে এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। (মিশকাত শরিফ)।
লেখক : ইসলামী গবেষক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।