বিএনপি চেয়ারপারসন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মোজেনা গত রাতে বৈঠক করেন। রাত পৌনে ৯টার দিকে মোজেনা গুলশান কার্যালয়ে পেঁৗছান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়া মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।