বেগম খালেদা জিয়া হরতালের নামে চিহ্নিত নরঘাতকদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। তারা জনগণকে ভয় দেখিয়ে দেশকে জিম্মি করার পাঁয়তারা করছেন। গতকাল দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবনির্মিত সাবরেজিস্ট্রি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। প্রতিমন্ত্রী বলেন, হরতাল ডেকে নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে হিন্দি সিনেমা দেখে দিন কাটান। আর চিহ্নিত মাস্তান লেলিয়ে দিয়ে রাস্তায় জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করান। হরতালে কয়েক কোটি শিক্ষার্থীর জীবন বিপন্ন হতে চলেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, হরতাল ডাকার অধিকার তাদের আছে। হরতাল হবে মানুষের জন্য। জনগণ মানবে কি না তা তাদের ব্যাপার। কিন্তু মানুষ হত্যা করে ভয়-আতঙ্ক সৃষ্টি করার অধিকার কারও নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী ইব্রাহীম খলিল, দেওয়ান আওলাদ হোসেন, মোশারফ হোসেন জুয়েল প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।