আমাদের কথা খুঁজে নিন

   

চা শিল্পে শত কোটি টাকার ক্ষতি

টানা হরতাল ও অবরোধের কারণে সিলেটের চা শিল্প শত কোটি টাকার ক্ষতির সম্মুখীন। বিপর্যস্ত পরিবহনব্যবস্থার কারণে সিলেট থেকে কাঁচা চা পাতা ও প্রক্রিয়াজাত চা চট্টগ্রাম নিলাম কেন্দ্রে পাঠানো যাচ্ছে না। ফ্যাক্টরি না থাকায় ও গুদাম ভরে যাওয়ায় কয়েকটি বাগানে পাতা চয়ন বন্ধও রাখা হয়েছে। ফলে বাগানের কাঁচা পাতা নষ্ট হচ্ছে। কয়েকটি চা বাগানের ব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। চা বাগান মালিকদের সংগঠন চা সংসদ সূত্রে জানা যায়, সিলেট বিভাগে ১৪৫টি চা বাগানের মধ্যে ২০-২৫টি বাগানের নিজস্ব ফ্যাক্টরি (চা প্রক্রিয়াজাত কারখানা) নেই। যেসব বাগানের ফ্যাক্টরি নেই সেগুলোর কাঁচা পাতা প্রক্রিয়াজাতকরণ সম্ভব হচ্ছে না। ফলে নষ্ট হচ্ছে কাঁচা পাতা। অন্যদিকে যে বাগানগুলোর নিজস্ব ফ্যাক্টরি আছে তারাও নিজেদের প্রক্রিয়াজাতকৃত চা নিয়ে বিপাকে পড়েছে। চট্টগ্রামে নিলাম কেন্দ্রে পাঠাতে না পারায় উৎপাদিত চা নষ্ট হতে চলেছে। ১৫-২০ দিন ধরে নিলাম কেন্দ্রে চা পাঠাতে না পারায় সিলেটের চা বাগানগুলো শত কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সিলেটের বিভিন্ন বাগান মালিক জানায়, এ মৌসুমে প্রায় প্রতিটি বাগান থেকে সপ্তাহে দুই থেকে তিনটি চালান চট্টগ্রামে নিলাম হাউসে পাঠানো হয়। কিন্তু গত তিন সপ্তাহে একটি চালানও চট্টগ্রামে পাঠানো যায়নি। ফলে বাগানভেদে হাজার থেকে লক্ষাধিক কেজি চায়ের মজুদ পড়ে আছে। অনেক বাগানে পর্যাপ্ত সংরক্ষণাগারের ধারণ ক্ষমতার চেয়ে মজুদের পরিমাণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বাগানসংশ্লিষ্টরা। এ ব্যাপারে ফিনলে টি কোম্পানির শ্রীমঙ্গল ডিনস্ট্রন ডিভিশনের সহকারী ব্যবস্থাপক আবদুল জব্বার বলেন, তিন সপ্তাহ ধরে নিলাম বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে আমাদের নিলাম কেন্দ্রে চা না পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া হরতাল-অবরোধের কারণে চায়ের চালান পাঠানো সম্ভব হচ্ছে না। সিলেট ভ্যালির শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপক মনসুর আহমদ বলেন, নিজস্ব কারখানা না থাকায় আমরা অন্য বাগানের কারখানায় পাতা প্রক্রিয়াজাত করি। কিন্তু হরতাল-অবরোধের কারণে কারখানায় পাতা পাঠানো সম্ভব হচ্ছে না। এতে চায়ের গুণগত মান নষ্ট হচ্ছে। তিনি বলেন, চা পাতা সংরক্ষণাগার পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে পাতা চয়ন সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে লাক্কাতুড়া চা বাগানের ব্যবস্থাপক কে এম এমদাদুল হক বলেন, আমাদের বাগানে প্রায় ৭০-৮০ হাজার কেজি প্রক্রিয়াজাত চা মজুদ রয়েছে। কিন্তু পরিবহন সংকটের কারণে চা নিলাম কেন্দ্রে পাঠানো সম্ভব হচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.