দিল্লিতে গণধর্ষণের ঘটনায় নিহত মেডিক্যাল কলেজ ছাত্রীর নাম ‘জ্যোতি’ বলে জানিয়েছেন তার বাবা বাদরী সিং পাণ্ডে। এ হতভাগী মেয়েটির বাবা ৫৩ বছর বয়সী বাদরি সিং পাণ্ডে বলেন, “আমরা বিশ্বের কাছে তা সঠিক নামটি তুলে ধরতে চাই। আমার মেয়ে কোনো খারাপ কাজ বা ভুল করেনি। বেচারি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জান দিয়েছে।” বাদরি সিং পাণ্ডে আরো বলেন, “আমার মেয়েকে নিয়ে আমি গর্বিত। তার সঠিক নাম প্রকাশ করা হলে একই রকম ঘটনা থেকে বেঁচে যাওয়া অন্য নারীরা সাহস পাবে। তারা আমার মেয়ের কাছ থেকে শক্তি পাবে।” তথ্যসূত্র ভারতীয় সংবাদ মাধ্যমে এর আগে মেয়েটির কল্পিত নাম ‘দামিনী’ ও ‘আমানাত’ প্রচার করা হয় এবং মারা যাওয়ার পর তাকে ‘ভারতকন্যা’ বলেও উল্লেখ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।