আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্কের প্রতিটি উদ্দীপ্ত কনা বিজয়

দিন গুলু আগামী পথের হিসেব জানতে চায়,আমি চাই নাগরিক প্রেম

প্রত্যেক মানুষের কিছু গর্বের জায়গা থাকে। আমার আছে মা,মাটি ও মায়ের ভাষা। মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি। আমি কিংবদন্তীর কথা বলছি আমি মুক্তিযুদ্ধের কথা বলছি। তারা বীর রক্তে বয়ে চলা ইতিহাস,তাদের দেখে আমরা শিহরিত হই আর পাকিস্তানীদের বর্বরতা দেখে জ্বলে উঠতে ইচ্ছা করে ক্ষনে ক্ষনে।

হয়তো নাগরিক জীবনে দেশের জন্য কিছুই করা হবে না। কিন্তু গত কয়েক ঘন্টায় নিজেকে মুক্তিযুদ্ধা হিসেবে ভাবতে শুরু করেছি। গল্পের শুরুটা আজ দুপুরে,গত কয়েক দিন যাবত হোয়াটস এপ নিয়ে সারাদিন বসে থাকি। অনেকগুলু নাম্বার এড করলাম,এর মধ্যে একটা পাকিস্তানীও ছিল। চ্যাটিং চলছিল অনেকক্ষন ধরে,ওই ছেলেটা পাকিস্তানী এবং আমি বাংলাদেশী জানার পর দুজনের মাঝেই যুদ্ধ যুদ্ধ ভাব চলে আসল।

সেই পুরনো দিন,সেই একাত্তর। সেদিনের মত সে আগে ঝাপিয়ে পড়ল। শুরু হল মিথ্যে বানোয়াট গল্প সাথে খানিকটা গালিগালাজ। আমি এক পা পিছিয়ে গেলাম,কারন এক পা পিছিয়ে দু পা এগিয়ে যাওয়া আমাদের বৈশিষ্ট্য। যুদ্ধ চলছে তো চলছে।

তবে যুদ্ধটা খুব বেশী স্থায়ী হল না। যুদ্ধ হল কিন্তু কোন ক্ষয়ক্ষতি হবে না তা কি করে হয়। আমার ফুল চার্জ দেয়া ব্যাটারির লাল বাতি জ্বলে গেল এবং আম্মুর কাছ থেকে আমি আশু অন্ধ হয়ার অগ্রিম সার্টিফিকেট পেয়ে গেলাম। গল্পের শেষটা বলা হল না,একাত্তরে যা হয়েছিল তাই হয়েছে। সে স্বীকার করতে বাধ্য হল যে তারা যা করেছে ভুল করেছে এবং তার জন্য তারা ক্ষমা প্রার্থী।

ও গল্পের মাঝখান দিয়ে বলতে তো ভুলেই গেছি কিভাবে তাকে কুপোকাত করলাম। পাকিস্তানীরা কারো সাথে কথা বলার সময় ইসলাম তাদের নাক,মুখ,চোখ দিয়ে বেয়ে বেয়ে পরে। যদিও সেক্স কি ওয়ার্ড সার্চ জন্য গুগলে শীর্ষ স্থানে তারা। তারপর তার সামনে আমার গোবর মস্তিস্কে যা ছিল,নেট গেটে,এবং একটা লেখা যেটা ব্লগার কালা পাহাড় লিখেছিলেন অনেকদিন আগে। সেটা আমার খুব কাজে আসে।

সেখানে একটা বই এর রেফারেন্স ছিল,পাকিস্থানি কমান্ডার তাদের অপকর্মের স্বীকারোক্তি দিয়েছেন সেখানে। (তবে শেষে তার কিছু কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি,তার প্রশ্নের উত্তরটা আমি এখনও খুঁজে বেড়াই...। "রাজাকাররা যদি এত খারাপ কাজ করে থাকে,তাহলে তোমাদের স্বাধীনতার এত বছর পরেও তাদের বিচারে কেন রাজপথে অবরোধ হয়,সহিংসতা হয়?") একটা লাইন খূব মনে পড়ছে--- "জোনাকি রাতের শেষে আশাবাদী ভোঁর, দিন শেষে রাত আনে সপ্নের ঘোর। প্রিয় দেশ আমার বাংলাদেশ, জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশ। " সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

অনেক ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।