বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে রবিবার রাতে ঢাকাগামী এমভি পারাবত-১১ ও এমভি টিপু-৭ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুই লঞ্চের যাত্রীরাই আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পারাবত ও টিপু লঞ্চের কয়েকজন যাত্রী জানান, রাতে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর লঞ্চ দুটি প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বেপরোয়া গতির কারণে লঞ্চ দুটিতে সংঘর্ষ হয়। আকস্মিক এ ঘটনায় লঞ্চযাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। টিপু লঞ্চ কর্তৃপক্ষ জানায়, নদী পথে নাব্যতা সংকটের কারণে পারাবত লঞ্চ গতি কমিয়ে ফেললে টিপুর লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। বরিশাল বিআইডবি্লউটিএ কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তাদের জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।