চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের হামলায় বিএনপিপন্থি শিক্ষকদের মানববন্ধন পণ্ড হয়ে গেছে। হামলায় চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম ও ছাত্রদল নেতা মো. ইয়াসিন মারাত্দকভাবে আহত হন। গতকাল সকালে চবি শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর পর চবি ছাত্রদল ১নং গেট সড়ক অবরোধ করে রাখে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। জিয়া স্মৃতি সংসদের চবি শাখার সাধারণ সম্পাদক ড. মীর মোশারফ হোসেন জানান, গ্রেফতার হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের মুক্তির দাবিতে মানববন্ধন করার সময় ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।