রংপুরের শ্যামপুর চিনিকলে আজ থেকে ২০১৩-১৪ মৌসুমে আখ মাড়াই শুরু হচ্ছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্রনাথ সরকার জানান, এ বছর ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাড়াই কার্যক্রম চলবে ৭০ দিন। অন্যদিকে প্রায় ২০০ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে ঠাকুরগাঁও চিনিকলও আজ থেকে উৎপাদনে যাচ্ছে। চলতি মৌসুমে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আখ সংকট না হলে ৯০ দিন চিনিকলটি চালু থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে গত বছর বর্তমান মিলে উৎপাদিত ৮ হাজার ৫১৫ টন চিনি অবিক্রীত পড়ে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।