বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশের পরই বন্ধ হয়ে গেল সরকারের শত কোটি টাকা দামের বাড়ি মাত্র সোয়া ৪ কোটি টাকায় বিক্রির তোড়জোড়। গতকাল এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরই সচিবালয়ে তোলপাড় শুরু হয়। বিদায়ী গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের নির্দেশে ওই বাড়িটি তড়িঘড়ি করে নামমাত্র দামে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে মূল উদ্যোগ নেন মন্ত্রণালয়ের সচিব ড. শওকত হোসেন। তার নির্দেশনায় জরুরি ভিত্তিতে একটি নোটিস জারি হয়। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আকবর হোসেন এই নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, লিজ দলিল সম্পাদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আদেশটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লিজ দলিল সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। উল্লেখ্য, বিক্রির নিষেধাজ্ঞা গোপন করে ধানমন্ডি ২ নম্বর সড়কের ১৪৫/এ (নতুন-৩৩) প্লটের ২০ দশমিক ৩০ কাঠার পরিত্যক্ত সরকারি বাড়িটি মেট্রো সার্ভিসেসের কাছে মাত্র সোয়া ৪ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছিল। বাড়িটির বর্তমান বাজার মূল্য ১০০ কোটি টাকার বেশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।