আমাদের কথা খুঁজে নিন

   

ছোটবেলার সোনালী স্মৃতি, যদিও এখন সেই পথচারীর চেহারা আমার মনে নেই।



ছোট বেলার একটি ঘটনা। তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি। সকালবেলা স্কুলে যাচ্ছি। স্কুলের কিছুদূর আগে গিয়ে আর সামনে যেতে পারছি না। রাস্তার মধ্যে দুইটা কুকুর কামড়া কামড়ি করতেছিল।

ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর পেছন থেকে আসা একজন পথচারী কুকুর দুটোকে ডিল মেরে রাস্তা থেকে সরিয়ে দিলেন। কুকুরগুলো তখন রাস্তা থেকে ক্ষেতে নেমে গিয়েছিল। সেখানে গিয়েও একই অবস্থা। খেউ খেউ করে একটা আরেকটাকে আক্রমণ করেই যাচ্ছে।

ভয়ে আমি দ্রুত হেটে স্কুলে চলে গেলাম। পেছনে ওই লোক তখনো চেষ্টা করছিলেন দুটি কুকুরকে আলাদা করে দুদিকে পাঠিয়ে দিতে যাতে কামড়া কামড়ি না করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।