আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ সুদানে সেনা সংঘর্ষে নিহত ৫০০

মধ্য আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সরকারের অনুগত সেনা ও বিদ্রোহী সেনা উপ-দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ৫০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০০ জন। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে গতকাল রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। দেশটির প্রেসিডেন্ট সালভা কিরের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের জের ধরে দুই দিন আগে এ সংঘর্ষ শুরু হয়। গত সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির জানান, সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত সেনারা ক্ষমতা দখলের লক্ষ্যে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর থেকেই প্রেসিডেন্ট অনুগত সেনা ও বিদ্রোহী সেনাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে সেনা অভ্যুত্থানের কথা অস্বীকার করেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচার। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান হার্ভ ল্যাডসাসের বরাত দিয়ে নিউইয়র্কে জাতিসংঘের এক কূটনীতিক ব্রিফিংয়ে জানান, দক্ষিণ সুদানের দুটি হাসপাতালে এ পর্যন্ত ৪০০-৫০০ লাশের তথ্য রেকর্ড হয়েছে। এ ছাড়া আট শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রাণ বাঁচাতে মঙ্গলবার প্রায় ১৬ হাজার মানুষ জুবায় জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আশ্রয় নিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.