আমাদের কথা খুঁজে নিন

   

সংসদে নেই তবু আছেন খালেদা

সংসদে নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। তবে তাকে নিয়ে প্রতিদিনই সরব সংসদ সদস্যরা। চলছে আলোচনা-সমালোচনা। পয়েন্ট অব অর্ডার, প্রশ্নোত্তর পর্ব, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব* আলোচনায় উল্লেখযোগ্য সময় জুড়েই থাকছেন তিনি। সেই সূত্র ধরে থাকছেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান, ছেলে তারেক রহমানও।

স্বয়ং প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও বিরোধীদলীয় নেতা নানাভাবে তাদের নাম উল্লেখ করেন।   দশম সংসদের প্রথম অধিবেশনের ৩৬টি কার্যদিবসেই কোনো না কোনো প্রসঙ্গে উচ্চারিত হয়েছে খালেদা জিয়ার নাম। সর্বশেষ গতকালও বিদ্ধ হয়েছেন সমালোচনার তীরে।   যথারীতি নানা বিশেষণ ব্যবহার করা হয় খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে। খুনি, জঙ্গিবাদ-সন্ত্রাসীদের মদদদাতা, সন্ত্রাসের গডমাদার, ষড়যন্ত্রকারী, জামায়াতের আমির, পাকিস্তান প্রেমিক, চর, আইএসআইয়ের এজেন্টও বলা হয়েছে।

বিএনপি গত সংসদ নির্বাচনে অংশ না নেওয়ায় বিরোধী দলের আসনে জাতীয় পার্টি। কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সংসদে সমালোচনার ঝড় ওঠে। তবে শুরু থেকে দশম সংসদের প্রাত্যহিক কার্যক্রমের মধ্যেও চলে আসে বেগম জিয়ার নাম। এমনকি দেশের উন্নয়নচিত্র তুলে ধরতে গিয়ে মন্ত্রী-এমপিরা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করছেন। খালেদা জিয়া ও তারেক রহমান সম্প্রতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে মন্তব্য করায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

সেই রেশ কাটতে না কাটতেই বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবৈধ প্রধানমন্ত্রী বলেন। এ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও মন্তব্য করেছেন। এর আগে অর্থের অভাবে খালেদা জিয়া বাড়ি ভাড়া দিতে পারছেন না বলে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত খবর নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সরকারকে অবৈধ আখ্যা ও বিরোধী দল জাতীয় পার্টিকে নিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর মন্তব্যেও আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন সময়ে খালেদা জিয়াকে নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। যুদ্ধাপরাধীদের বাঁচাতে পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ কায়েমের চেষ্টা করছেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া দেশের ক্ষতি করতে যা করা দরকার, তাই করছেন। রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়া জামায়াতের আমিরের পদ গ্রহণ করেছেন। যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

বোমা মেরে, বাসে আগুন দিয়ে মানুষ মেরেছেন। তিনি একজন খুনি। মতিয়া চৌধুরী বলেছেন, বেগম জিয়া একজন পাকা অভিনেতা। সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত।

রেলমন্ত্রী মুজিবুল হক খালেদা জিয়া ও তারেক রহমানকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.