আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ সুপারের যাবজ্জীবন

রেল পুলিশের পুলিশ সুপার মোস্তফা কামাল সৈয়দপুরে দায়িত্ব পালন করে আসছিলেন। মামলার আরেকটি ধারায় তাকে আরো পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। অর্থাৎ তাকে মোট ৩৫ বছর সাজা খাটতে হবে।

ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন বৃহস্পতিবার ১০ বছর আগে দায়ের হওয়া এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি মোস্তফা কামালকে কারাদণ্ডের পাশাপাশি ৩০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।


মামলার আরেক আসামি পুলিশের অবসরপ্রাপ্ত উপ পরিদর্শক ওয়াহেদ মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়েছে।      
মামলার দুই আসামিই জামিনে ছিলেন। রায়ের পর আদালত মোস্তফা কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।    
এস এ পরিবহনের মালিক সালাহউদ্দিন আহমেদকে অবৈধভাবে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে ২০০৩ সালের নভেম্বরে এই মামলা দায়ের করা হয়।  
ওই ঘটনার সময় রেল পুলিশের কর্মকর্তা মোস্তফা কামাল হবিগঞ্জে দায়িত্বরত ছিলেন।

সরকারি কর্মচারী হয়েও বিশ্বাসভঙ্গের দায়ের তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুর্নীতির দায়ে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০০২ সালের ২২ ডিসেম্বর সালাহউদ্দিন আহমেদ ২০ লাখ টাকা নিয়ে সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ তল্লাশির নামে তাকে আটক করে। মুদ্রা পাচার, মাদক এবং নারী নির্যাতন আইনে তিনটি মামলা করা হয় তার বিরুদ্ধে। পরে তাকে আসামিরা বলে, ৫০ লাখ টাকা দিলে এসব মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হবে।
২০১০ সালের এপ্রিলে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

যুক্তিতর্কের শুনানি শেষে গত ৩ ডিসেম্বর মামলাটি রায়ের পর্যায়ে আসে।      

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.