আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের লজ্জা এড়ানোর লড়াই

টানা দুই ম্যাচে হেরে ওয়ানডে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে আগেই। এখন ভারতের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই। আজ সেঞ্চুরিয়নে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। জয় পেলে সিরিজে ব্যবধান আসবে ২-১। আর হারলেই ধবলধোলাই।

বেশ কিছুদিন থেকেই ওয়ানডে ক্রিকেটে ভারত অপ্রতিরোধ্য। টানা ছয় সিরিজ জিতে যেন উড়ছিল ধোনিরা। কিন্তু প্রোটিয়ারা সেই ভারতকে মাটিতে নামালো। টানা দুই ম্যাচে যেন প্রতিপক্ষকে পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে ১৪১ রানের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে জয়টি এসেছে ১৩৪ রানে। শেষ ম্যাচেও জয়ের ব্যাপারে আত্দবিশ্বাসী অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

ভারতের প্রধান ভরসা শক্তিশালী ব্যাটিং লাইন আপ। কিন্তু দক্ষিণ আফ্রিকায় বাউন্সি উইকেটে সুবিধা করতে পারছেন কেউ-ই।

প্রথম দুই ম্যাচেই ব্যর্থ ভারতের টপ অর্ডারের তিন ভরসা রোহিত শর্মা, শেখর ধাওয়ান ও বিরাট কোহলি। ব্যর্থ পুরো দলই। দ্বিতীয় ম্যাচে তো মাত্র ১৪৬ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস। ব্যাটিংয়ের পাশাপাশি ব্যর্থ ভারতের বোলাররাও। বাউন্সি উইকেটে সুবিধা করতে পারছেন না পেসাররা। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটাররা এক সঙ্গে ফর্ম হারিয়ে ফেলেছেন। তবে ধোনি আশাবাদ ব্যক্ত করেছেন, এ ম্যাচে যেভাবেই হোক তিনি জিততে চান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.