ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে কমপক্ষে ২৩ জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল সকালে মূল দ্বীপ লুজনের উত্তরে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে উটোর নামে ঝড়টি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী ম্যানিলাসহ আশপাশের অঞ্চলে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিখোঁজ জেলেরা সবাই লুজনের পূর্ব উপকূলে কাতানদুয়ানেসের বাসিন্দা। নিকটবর্তী কোনো দ্বীপে তারা আশ্রয় নিয়ে থাকতে পারে বলে কর্তৃপক্ষ আশা করছে। এদিকে ঝড়ের ফলে দেশটির অনেক জায়গায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলাচল স্থগিত হওয়ায় আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। গতকাল দিনজুড়ে উত্তরাঞ্চলে অবস্থানের পর উটর দক্ষিণ চীন সাগরের দিকে সরে যেতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে। তুমুল বৃষ্টিপাতের মধ্যে ম্যানিলায় স্কুল-কলেজ বন্ধ রয়েছে। তবে বন্যার আশঙ্কা আপাতত নেই বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।