আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধে দূরপাল্লার যানবাহন চালানোর উদ্যোগ

আজ থেকে বিশেষ ব্যবস্থায় দেশের সব রুটে হরতাল ও অবরোধের মধ্যেও দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ উদ্যোগ নেওয়ার কথা জানান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। দূরপাল্লার যান চালাতে গিয়ে বাসচালক ও সহকারী ক্ষতিগ্রস্ত হলে এবং যানবাহনের ক্ষতি হলে সে অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যাত্রীরা আবেদন করলে তাদের বিষয়েও একই পদক্ষেপ নেওয়া হবে।

বুধবারের ওই বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সারা দেশে যাত্রীবাহী বাসহ সব ধরনের যান চলাচলের কথা জানিয়ে ছিলেন। এ হিসেবে আজ থেকে সরকারি বিশেষ ব্যবস্থায় যানবাহন চলাচলের কথা রয়েছে। সব ধরনের যানবাহনকে নিরাপত্তা দেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.