আমাদের কথা খুঁজে নিন

   

আমাদেরই দুর্ভাগ্য!!!!



...কিছু মানুষের ভারত প্রীতি আমাকে ঈর্ষান্বিত করে । ভাবখানা এমন যেন ঈশ্বর মহাশয় উপর থেকে তাকে দাদা-দিদি’দের কাছেই ফেলবার আশ্বাস দিয়েছিলান কিন্তু ফেলবার সময় “Horizontal Shaking” এর কারণে টপাক করে এইপাড়ে পড়ে গিয়েছেন ...এই প্রীতি যে তাহাদেরকে আষ্টেপৃষ্ঠে ধরিয়াছে সে বিষয়ে বিন্দু মাত্র মাত্র সন্দেহের অবকাশ নেই। বাড়িতে সেই বিশেষ দেশের টিভি চ্যানেল তাহাদের মনে প্রানে শিহরণ জাগায়। বিশেষ দেশের গান তাহাদেরকে আবিষ্ট করে রাখে। ধর্মীয় মন্ত্রের মত তারা তা আউরাতে থাকে।

এমনকি ফেবু প্রোফাইল পিকচারে নিজের ছবির জায়গায় ক্রিকেটার দাদাদের ছবি। মাঝে মাঝে আমি নিজেকে বিস্মিত আবিস্কার করি। এই ক্রিকেটার দাদা আবার আমার ফ্রেন্ডলিস্টে কবে থেকে!!! পরে অবশ্য প্রোফাইলের নামটা পড়া হলে নিজের ভুল ভাঙে। ...এমনও বিকারগ্রস্থ মানুষের সন্ধান মাঝে-মাঝে পাই যারা ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচে ভারতের সাপোর্টার হিসাবে গর্ববোধ করে। আমি খেলা না দেখে তাহাদের মুখপানে চেয়ে থাকি।

খেলা তো রিপ্লে’তে দেখাই যাবে কিন্তু এই দাদা’কে আমি পাই কোথা!!!!! (অনেকে বলবে, ‘খেলাধুলা খেলাধুলার জায়গায় তাহার সাথে দেশ টেনে এনে অনর্থক তালগোল পাকানোর কি আছে?????’ তাদেরকে একটাই কথা বলার থেকে যায়, ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’ মানে ‘বিপদকালীন দেশপ্রেমিক প্রকৃত দেশ প্রেমিক’ আঁতেলরা নয়। ) ...এরকম অসংখ্য পাকি প্রেমী ও আছে। তারা এখনো ১৯৭১ এর পূর্বে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে। তারা জানেই না বা জানতেও চাই না যে ১৯৭১-এ কি হয়েছিলো। তারা এটাও জানতে চাই না যে ১৯৭১-এ পাকি আর রাজাকার দ্বারা হত্যাকৃত ৩০ লক্ষ লোকের মধ্যে ২০ লক্ষ লোক মুসলমান ছিল।

হত্যাকৃত প্রায় হাজারখানেক বুদ্ধিজীবীদের অধিকাংশ মুসলমান ছিল। এ থেকে পাকি’দের উদ্দেশ্য কি ছিল এটা কি পরিষ্কার হয় না!!!!! ...ফেলানি’র কাঁটাতারে ঝুলে থাকার প্রতিবাদ করা,যুদ্ধাপরাধীদের বিচার করা-এগুলো কোন রাজনৈতিক ইস্যু নয়। এগুলো আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন। ...আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে আমার দেশ-বাংলাদেশ। যখন আমরা নিজেকে প্রশ্নবিদ্ধ করি তখন আমরা শুধু নিজেকে না বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করি।

যখন আমরা কিছু অর্জন করি সেটা বাংলাদেশেরই অর্জন। #আমরাই বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।