আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবন্ধি আমাদেরই প্রতিনিধি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

আমি নইরে কারো আপন, সবাই মোরে বঞ্চনা করে টুকরো করে স্বপন। আমি দিবায় বসিয়া দিবা স্বপ্নে, পথে প্রান্তরে ঘুরি। আমি অকারণে কেন, তাদেরি কাতারে নিজেরে মেলিয়া ধরি? আমি হীন অতি তুচ্ছ। আমি ভাবি যা, তাই স্বচ্ছ।

তবু ব্যর্থ, কেন পারিনা করিতে? নিজেই নিজের কার্য। ওরা বলে আমি অক্ষম, আমি নিরুপায় প্রতিবন্ধি। আমি চাইনা তাদের সহানুভূতির, লোক দেখানো ফন্দি। কোন অপরাধে এই পরিনতি, মোরে বলে দাও তুমি বিধি। বলে দাও তুমি- কেন নই? এই সমাজের প্রতিনিধি।

শুধু ভালোবাসা চাই, ভালোবাসা চাই, কিছুই চাই না আর। আমারও রয়েছে তোমাদেরই মত, বাঁচার অধিকার। উৎসর্গ ঃ এইখানে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.