আমাদের কথা খুঁজে নিন

   

চশমা এঁটে ভালবাসা খুঁজেছি

সন্ধি মুহিদ

ক্ষীণদৃষ্টি বলে অবহেলা কোরো না, চোখে চশমা এঁটেই দূর থেকে চিনেছি তোমাকে; কাছে এসে আরো ভাল করে দেখতে তো দেবে! কাছের জিনিস বড় ভাল করে দেখতে পারি গো। কাছে সরে এসো। নিঃশ্বাসেরও নিকটে; মাছের কাঁটা যতটা না যত্ন নিয়ে বাঁছি, তার চেয়েও যত্নে তোমাকে ছেনে দেখবো। তোমার দেহের ভাঁজে ভাঁজে রাখব চোখ! এক তিলও আমার চোখ এড়াবে না, ক্ষীণদৃষ্টি বলে অবহেলা কোরো না। এক বার সুযোগ তো দেবে! চশমা এঁটেই খুঁজে দেখি ভালবাসাটুকু! চশমা এঁটে ভালবাসা খুঁজেছি সন্ধি মুহিদ ২১-১২-১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।