আমাদের কথা খুঁজে নিন

   

সহাবস্থানে বিশ্বাস করে ইসলাম

ইসলাম সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাস করে। মদিনা সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ইহুদিসহ মদিনায় বসবাসকারী সব ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের সমানাধিকার নিশ্চিত করেন। খেলাফতের আমলেও ইসলামী খেলাফতের অধীনে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের বিষয়ে কতটা যত্নবান ছিলেন এ সংক্রান্ত একাধিক হাদিস তারই প্রমাণ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম নাগরিকদের ওপর অত্যাচারকারী এবং তাদের অধিকার হরণকারীদের বিরুদ্ধে কেয়ামত দিবসে আল্লাহর কাছে নিজেই নালিশ করবেন বলে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাবধান। তোমাদের মধ্যে কেউ কোনো মু'আহিদ অর্থাৎ ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের ওপর অত্যাচার করবে কিংবা তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেবে অথবা মনের একান্ত ইচ্ছা ছাড়া তার কোনো সম্পদ কেড়ে নেবে, তাহলে জেনে রেখ আমি আখিরাতের দিন তার বিরুদ্ধে তর্ককারী হব। (আবু দাউদ)। অমুসলিম নাগরিকদের সম্পদের মালিকানা সুরক্ষণের তাগিদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- সাবধান মু'আহিদ অর্থাৎ অমুসলিমদের সম্পদ যথাযথ ন্যায়সঙ্গত কারণ ছাড়া (জিজিয়া বা নিরাপত্তা কর ব্যতীত) তোমাদের জন্য কোনো অবস্থাতেই বৈধ হবে না (জাওয়াহিরুল ফিকহ)। মুসলমানরা যাতে অমুসলমানদের ওপর জুলুম না করে তা নিশ্চিত করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা যত্নবান ছিলেন তার প্রমাণ নিম্নোক্ত হাদিসটি- 'রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মু'আহিদ (ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক) অথবা অন্য কোনো ব্যক্তিকে জুলুম করা থেকে আমার রব আমাকে নিষেধ করেছেন (কানযুল উম্মাল)। সব ধরনের সহিংসতা বা দাঙ্গা-হাঙ্গামার বিরুদ্ধে কোরআনের বিধান আরও কঠোর। সূরা আল মায়েদায় সর্বশক্তিমান আল্লাহ ফেতনা-ফ্যাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হত্যা করা অথবা দেশান্তরের পার্থিব শাস্তি এবং পরকালে আরও কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

লেখক : ইসলামী গবেষক।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.