এছাড়া ভ্যাট, শুল্ক ও কর বকেয়া থাকলেও তাদের কোন ধরনের হয়রানি না করারও দাবি জানিয়েছে ব্যবসায়ী শিল্পপতিদের এই শীর্ষ সংগঠন।
রোববার সংগঠনের পরিচালনা পর্ষদের সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য যেমন লেভেল-প্লেয়িং-ফিল্ড চান তেমনই ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য চান সুষ্ঠু ব্যবসা-বান্ধব পরিবেশ।
“কিন্তু বর্তমানে সে পরিবেশ নেই। জাতীয় অর্থনীতির স্বার্থেই এফবিসিসিআই এসব দাবি জানাচ্ছে। খুব শিগগিরই এই দাবিসহ একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হবে।”
পরিচালনা পর্ষদের সভায় দেশের বিরাজমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করা হয় বলে বিবৃতিতে জানানো হয়।
এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম চালু রাখতে সরকারের কাছে মোট ছয়টি দাবি জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সব খাতের ব্যাংক ঋণের সুদের স্প্রেড (ব্যাংক ঋণ ও আমানতের সুদের হারের মধ্যে পার্থক্য) ৩ শতাংশে নামিয়ে আনার ব্যবস্থা, আগামী দুই বছর শূন্য মার্জিনে এলসি খোলার সুবিধা দেয়া, সকল শিল্পের মেয়াদি ঋণ এবং চলতি মূলধন ঋণের ক্ষেত্রে যথাক্রমে-১৫ বৎসর এবং ১০ বৎসর মেয়াদি পুনঃতফসিলের সুবিধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।