পুঁজিবাজারে স্বাভাবিক অবস্থা ফেরাতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আরো দুই সদস্য নিয়োগ দেয়াসহ ৩ দফা সুপারিশ করেছে এফবিসিসিআই। একইসঙ্গে পুঁজিবাজারকে শক্তিশালী করতে সরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বহুজাতিক বিভিন্ন কোম্পানিকে সম্পৃক্ত করতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও এসইসি চেয়ারম্যানকে উদ্যোগ নেয়া এবং বিপুল পরিমাণ মুনাফা তুলে নেয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আবারো পুঁজিবাজারে বিনিয়োগে ফেরানোর উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে সংগঠনটি।
আজ রোববার ফেডারেশন ভবনে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবাদ সম্মেলনে এ সুপারিশ করেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই'র প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ।
একে আজাদ বলেন, ২৭টি ব্যাংক ও ১৪টি আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে আনুমানিক ৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে।
বিপুল পরিমাণ মুনাফা তুলে নেয়া এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আবারো পুঁজিবাজারে বিনিয়োগে ফেরাতে উদ্যোগ নেয়া জরুরি মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, উচ্চ সুদের হার ও তারল্য সংকট বিনিয়োগ ও ব্যবসায় প্রবল প্রতিবন্ধকতা সৃস্টি করছে। এতে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অবস্থার উন্নয়ন করা না গেলে সার্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়তে পারে বলে জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রধান। তিনি বলেন, অর্থনীতির স্বার্থে সুদের হার নির্ধারণ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
একইসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত ও ঋণ সুদের হারের ব্যবধান কমিয়ে ৩ শতাংশ করারও আহ্বান জানান একে আজাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।