আমাদের কথা খুঁজে নিন

   

শেরপুরে বিএনপি কর্মী খুনের ঘটনায় যুবক গ্র

বগুড়ার শেরপুরে বিএনপি কর্মী আল মামুনকে হত্যার ঘটনায় সাবি্বর (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বিএনপি কর্মী মামুন হত্যা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃত সাবি্বর।

গত ৮ জানুয়ারি রাতে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিএনপি কর্মী আল মামুনকে (১৮) খুন করা হয়। পরদিন সকালে ছোট ফুলবাড়ী গ্রামের রাস্তার পাশের একটি বাগান থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়। এ ঘটনায় নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত সাবি্বর হোসেনসহ আটজনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.