থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গতকাল কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে। দেশটির আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ঠেকানোর প্রচেষ্টায় বিক্ষোভকারীরা একটি স্টেডিয়ামে জোর করে প্রবেশ করলে নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। খবরে বলা হয়, দেশটির রাজনীতিতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক প্রভাব কমাতে এবং নির্বাচনী সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণে একটি নিরপেক্ষ 'পিপলস কাউন্সিল' গঠনের দাবিতে কয়েক সপ্তাহ ধরে রাজপথে গণসমাবেশ চলছে। এ বিক্ষোভ চলাকালে রাজপথে ব্যাপক সহিংসতায় পাঁচজন নিহত ও দুই শতাধিক আহত হয়। উল্লেখ্য, ডিসেম্বরের গোড়ার দিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা হ্রাস পায়। ইংলাক উত্তেজনা হ্রাসে ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিলেও থাইল্যান্ডের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি এ নির্বাচন বর্জনের অঙ্গীকার ব্যক্ত করে। থাইল্যান্ডের প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণে নিবন্ধনের জন্য ব্যাংককের একটি স্টেডিয়ামে সমবেত হলে সর্বশেষ এ সংঘাতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা নির্বাচন ঠেকাতে তাদের আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে। ফলে এ আন্দোলনের নেতা সুথেপ থাউগসুবান নির্বাচন ঠেকাতে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, ইংলাকের বড় ভাই থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা চলছে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।