ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত 'ইয়েস কনফারেন্স-২০১৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নিরপরাধ মানুষকে হত্যা করা সবচেয়ে বড় দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতি দূর করতে তরুণ প্রজন্মকে উদ্যোগ নিতে হবে।
গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ১২ আগস্ট যুব দিবসের অংশ হিসেবে 'দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই' প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ প্রতিনিধি অংশ নেয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।