ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ পালিয়ে যাওয়ার পর এখনো অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। গতকালের মধ্যে সরকার গঠনের কথা থাকলেও এখন তা বৃহস্পতিবার পর্যন্ত গড়িয়েছে। সহিংস আন্দোলনে রুশপন্থি সরকারের পতনের পর বৃহস্পতিবার ভোটের মাধ্যমে জাতীয় ঐক্যের সরকার গঠিত হতে পারে।
অস্থায়ী প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকার ওলেকসান্দার তুরচিনোভ বলেন, বৃহস্পতিবার জাতীয় ঐক্যের সরকার নিয়ে ভোট অনুষ্ঠিত হবে। পার্লামেন্ট সদস্যদের তিনি বলেন, বৃহস্পতিবারের অধিবেশনে ভোট হতে পারে। এর আগে গত সপ্তাহে তিনি পার্লামেন্টে বলেছিলেন, মঙ্গলবারের মধ্যে নতুন মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী নিয়োগ করতে হবে। এদিকে এরই মধ্যে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে। গতকাল সকালে অনলাইনে নির্বাচনী তফসিল পোস্ট করেছে ইউক্রেনের নির্বাচন কমিশন। এ পোস্টে বলা হয়েছে, প্রার্থীদেরকে ৪ এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে হবে। আর ভোট হবে ২৫ মে। গত সাপ্তাহিক ছুটির দিন ইয়ানুকোভিচ রাজধানী কিয়েভ ছাড়ার পর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত কয়েক মাস ধরে তার বিরুদ্ধে আন্দোলনে বিক্ষোভকারীদের নিহতের ঘটনায় তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের নিখোঁজ হওয়া ও কয়েক মাসব্যাপী সহিংসতার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন রাজনীতিকরা। তবে অস্থায়ী প্রেসিডেন্ট আশঙ্কা করছেন, দেশ বিভক্তির অপচেষ্টা চালাচ্ছে রুশপন্থিরা। ক্ষমতা থেকে ইয়ানুকোভিচকে সরানোয় ক্ষুব্ধ রাশিয়া। তবে ইউক্রেনের নতুন সরকার গঠনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বিবিসি, এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।