একতরফা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকার বাংলাদেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। গতকাল দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা বাসস্ট্যান্ডে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 'পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনে ভারতের কাছে বন্ধক দেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেনি।'
এমরান সালেহ প্রিন্স দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করতে চূড়ান্ত লড়াইয়ে সবাইকে রাজপথে থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বিএনপির নেতা মফিজ উদ্দিন, আনিছুর রহমান মানিক, অধ্যাপক মেহেবুব রহমান মুকুল, সুশান্ত কুমার তপন, নয়ন মিয়া, ফরহাদ রাব্বানী সুমন, ফরহাদ আল রাজী, কামরুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে একটি র্যালি ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া উপজেলা চত্বরে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে দলীয় নেতা-কর্মীরা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।