চট্টগ্রাম, ঝালকাঠি, গোপালগঞ্জ ও পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কৃষক ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় গতকাল ট্রাকচাপায় কামাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। কামাল মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউনিয়নের হানা মিয়ার ছেলে। ভাটিয়ারী এলাকায় সিএনজি টেঙ্ িথেকে নামার সময় দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।
ঝালকাঠি : ঝালকাঠি-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর ডিগ্রি কলেজ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গতকাল কৃষক রুস্তম আলী আকনের মৃত্যু হয়েছে। রুস্তম উপজেলার আলগী গ্রামের বাসিন্দা। দুপুরে সে রাজাপুর থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গোপালগঞ্জ : ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে শনিবার রাতে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে কাবুল খাঁ নামে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। কাবুলের বাড়ি সদর উপজেলার গোপিনাথপুর শরীফপাড়া গ্রামে।
কলাপাড়া : মোটরসাইকেলের চাকায় পিস্ট হয়ে নিহত হয়েছে স্কুলছাত্র মাইনুদ্দিন। পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলীর হাঁড়িপাড়া নামকস্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন রাঙ্গাবালী উপজেলার চিনাবুনিয়া গ্রামের লোকমান সাউগারের ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।