আমাদের কথা খুঁজে নিন

   

রাজ্যের ভোট উৎসব

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

(রাজ্যপ্রধান সিংহাসনে উপবিষ্ট। প্রধান অনুচর সিংহাসনের পাশে দাঁড়িয়ে রাজ্যপ্রধানের সাথে কথা বলছে। )
-মহারাজ, আপনার রাজ্য দিন দিন অবরুদ্ধ হয়ে যাচ্ছে, প্রজারা ঘর থেকে বেরুতে ভয় পায়।


-ভয় পাবে কেন? তাদের জন্য কি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় নি?
-তা করা হয়েছে মহামান্য, তবে তা অপর্যাপ্ত। সাত লাখ পরিবারের জন্য সেনা দরকার সাত লাখ।
-ঠিক আছে। সাত লাখ সেনা নামিয়ে দাও। প্রয়োজনে আমার অনুগত ছাত্র-যুব সেনাদেরও নামাতে হবে।

তবুও প্রতিটি ঘরে ঘরে ভোটের নিরাপত্তা চাই।
-ভোটের দিন আপনার বিরোধীপক্ষ গণকার্ফিউ ডেকেছে। কার্ফিউ থাকলে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাবে না।
-কী দুঃসাহস! কার্ফিউ দেব আমি...আর দেয় কীনা শত্রুপক্ষ। কার্ফিউ কেউ মানবে না।

সবাই দলে দলে ভোটকেন্দ্রে যাবে ভোট দিতে। কেন্দ্র কেন্দ্রে উৎসব হবে। ভোটের উৎসব।
-মাননীয়, সেই উৎসবের মধ্যে যদি শত্রুপক্ষ ভোটকেন্দ্র ভাঙচুর করে, আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, বোমা ফাটায়?
-প্রয়োজনে ভোটকেন্দ্র প্রতিটি ঘরে বহন করে নিয়ে ভোট নিয়ে আসতে হবে। ভোট হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার।

সে অধিকার যেকোনো মূল্যে রক্ষা করতেই হবে।
-আপনার শত্রপক্ষও তো বলছে, তারাও জনগণের ভোটের অধিকার রক্ষায় লড়াইয়ে নেমেছে।
-হুহু, তারা বললেই হলো? এ রাজ্যের তারা শত্রু। তারা এ রাজ্যের স্বাধীনতা চায়নি। শত্রুপক্ষের হাতে দেশকে আবার তুলে দিতে চায়...তাদের আবার কিসের ভোটাধিকার?
-কিন্তু মহামান্য, তারাও তো এদেশরই নাগরিক।

এদেশের আলো-বাতাসেই তারা বড় হয়েছে। তাদেরকে রাজ্য থেকে বিতারিত করা কি সম্ভব হবে?
-তারা এমনিতেই বিতাড়িত হয়ে যাবে। তাদেরকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তাই তারা ভোট পাওয়ার নির্বাচনেই আসে নাই। আমরাই ভোট করব, ভোট পাব এবং ভোটের জোরে আবার রাজ্যের গদিতে বসব।
-মহামান্য, ভোট করেন ভালো কথা, রাজ্যের এই অস্থির অবস্থায় নানান প্রান্তে বাস পুড়ছে, মানুষ জীবন্ত দগ্ধ হচ্ছে, রাস্তাঘাট খুঁড়ে ফেলা হচ্ছে, ককটেল-বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে।

শত্রুপক্ষকে একত্রে নিয়ে ভোট করলে একটি উৎসবমুখর পরিবেশে ভোট করা হতো।
-হে মূর্খ অনুচর, ভোটের বিষয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার ভোট আমি দিমু, আমার ভোটও আমি দিমু- আমার অনুসারীদের এ কথা জানিয়ে দাও...আর দূর হও আমার সম্মুখ থেকে।
(মূর্খ অনুচরের নীরব প্রস্থান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.