গুরুতর অসুস্থাবস্থায় স্কয়ার হাসপাতালের আইসিইউতে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা খালেকুজ্জামান। গত বুধবার রাতে হার্ট অ্যাটাক করলে দ্রুত তার নিকেতনের বাসা থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার খালেদ মোহসীনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এদিকে এনজিওগ্রাম শেষে ডাক্তার জানান তার হার্টে ছয়টি ব্লক আছে। যত দ্রুত সম্ভব বাইপাস সার্জারির মাধ্যমে ব্লক দূর করার জন্য। তাই আপাতত খালেকুজ্জামানকে বাসায় পূর্ণাঙ্গ বিশ্রামে পাঠানো হলেও খুব দ্রুত তাকে আবারও বাইপাস সার্জারির জন্য হাসপাতালে যেতে হবে। খালেকুজ্জামান আপাতত ফোনে কথা বলছেন না ডাক্তারের নির্দেশে।
তার ছেলে জিসান জানান, আপাতত বাবা বাসায় বিশ্রামে আছেন। যত দ্রুত সম্ভব সার্জারির মাধ্যমে ব্লকগুলো দূর করা হবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন বাবা ভালোয় ভালোয় সুস্থ হয়ে উঠেন। খালেকুজ্জামান অভিনয়ের পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।