আমাদের কথা খুঁজে নিন

   

কত্থক নৃত্য উৎসব

ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী দ্বিতীয় কত্থক নৃত্য উৎসব। উৎসবের উদ্বোধন করেন কথাশিল্পী সেলিনা হোসেন। কত্থক নৃত্য সম্প্রদায় আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক শিল্পী নৃত্য পরিবেশন করবেন। এবার গোলাম মোস্তফা খানকে 'জিনাত জাহান স্মৃতি সম্মাননা পদক' প্রদান করা হয়। প্রথম দিন মুনমুন আহমেদ, তাবাসসুম আহমেদ, সাজু আহমেদের পরিচালনায় নবীন শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আজকের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় সেমিনার। সেমিনারে 'ওয়াহিদুল হক : জীবনই জয়ী হয় মৃত্যুই মরে' শীর্ষক মূল প্রবন্ধ পড়বেন শেখ মেহেদী হাসান। সন্ধ্যায় নৃত্য পরিবেশন করবেন নৃত্যাঞ্চল, মুনমুন আহমেদ, তাবাসসুম আহমেদ, কচি রহমান, তিলোত্তমা সেনগুপ্ত, পার্থপ্রতীম দাস, মুক্তা রানী ঠাকুর, নীলাঞ্জনা জুঁই। আগামীকাল নৃত্য পরিবেশন করবে রেওয়াজ পারফর্মাস একাডেমি, খুলনার শাপলা কুড়ি ও কত্থক নৃত্য সম্প্রদায়ের শিল্পীরা।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.