রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক পরিবেশের জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজন উদ্ভাবন ও সৃজনশীলতা।
গতকাল মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর একাডেমিক ও প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র এই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে আমি সব বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্চেলর হলেও আজ প্রথম এসেছি আপনাদের এখানে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা তুমুল করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকরা, সরকারি ও বেসরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ একাডেমিক ও প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন।
রাষ্ট্রপতি বলেন, আজকের ছাত্র সমাজই আগামী দিনে দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার উপর শিক্ষার মান অনেকাংশেই নির্ভরশীল। এডুকেশন ভিলেজ নামে খ্যাত এ মিরপুর সেনানিবাসে লেখাপড়ার পরিবেশ ও মান সর্বজনবিদিত। আবদুল হামিদ বলেন, আমি আশা করি শিক্ষার্থী ও গবেষণা কর্মে নিয়োজিতরা তাদের উদ্ভাবন ও ইনোভেশন এবং সাফল্য দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ৪ হাজার ৬৭০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৩৯ জন।
বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে আমাদের উদ্যোগের প্রতি বরাবরই সমর্থন দিয়েছেন। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, সশস্ত্র বাহিনীর এই পাবলিক বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ৫ জুন কার্যক্রম শুরু করে। সামরিক ও বেসামরিক উভয় ধরনের শিক্ষার্থীদের একমাত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি এবং অধিভুক্ত ১১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে জাতীয় নিরাপত্তা, যুদ্ধকৌশল, নৌ ও বিমান প্রকৌশল, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ছাড়াও ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেয়াদি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।